গত বছর নভেম্বরে ‘মিত্তির বাড়ি’র ভিত্তি স্থাপন হয়েছিল। ‘জোনাকি-ধ্রুব’রা পাশাপাশি হাত ধরাধরি করে হাঁটা শুরু করেছিল। অগস্টে শেষ হল ‘মিত্তির বাড়ি’র সদ্যদের সেই পথ চলা। হয়ে গেল জি বাংলার জনপ্রিয় এই মেগার শেষ দিনের শ্যুটিং। মনখারাপ কলাকুশলীদের। শ্যুটিংয়ের শেষ দিনে অনুরাগীরা ভরে দিলেন ভালোবাসায়। শেষ দিনের নানা মুহূর্তের ছবি এল প্রকাশ্যে।
হয়ে গেল ‘মিত্তির বাড়ি’র শেষদিনের শ্যুটিং! মন খারাপ ভক্তদের
