কর্ণাটকের মহাদেবপুরায় ‘ভোট চুরির’ পর্দা ফাঁস করে তা ‘অ্যা*ট*মবো*ম’ বলেছিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। এবার বিহারের পাটনায় বিজেপিকে হাইড্রোজেন বো*ম ফাটানোর হুঁশিয়ারি দিলেন তিনি। বিহারের ২৫ টি জেলায় ১৬ দিন ব্যাপী মোট ১৩০০ কিলোমিটার অতিক্রম করে সোমবার পাটনার গান্ধী ময়দানে সমাপ্ত হয়েছে রাহুল গান্ধীর ‘ভোটার অধিকার যাত্রা।’ কেন্দ্রীয় সরকার এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিহারের ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের প্রতিবাদী যাত্রার অন্তিম লগ্নে উপস্থিত তৃণমূল, শিবসেনা, এনসিপির মত ইন্ডিয়া জোটের শরিক দলের প্রতিনিধিরা।
‘হাইড্রোজেন বোমা ফাটবে!’ ভোট চুরির পর্দাফাঁসে বিস্ফোরক রাহুল