ভারতীয় নৌবাহিনী আগামী এক দশকের মধ্যে তাদের সামুদ্রিক শক্তি আরও দৃঢ় করতে চলেছে। লক্ষ্য নির্ধারণ করা হয়েছে—২০৩৫ সালের মধ্যে বহরে অন্তর্ভুক্ত করা হবে ২০০–এর বেশি যুদ্ধজাহাজ ও সাবমেরিন। এক নৌসেনা আধিকারিক জানিয়েছেন, ইতিমধ্যেই দেশীয় শিপইয়ার্ডে নির্মাণাধীন রয়েছে ৫৫টি যুদ্ধজাহাজ ও সাবমেরিন। পাশাপাশি প্রতিরক্ষা মন্ত্রক আরও ৭৪টি জাহাজ তৈরির অনুমোদন দিয়েছে, যদিও সেই প্রকল্পের চুক্তি প্রক্রিয়া এখনও বাকি।
চিন ও পাকিস্তানের ক্রমবর্ধমান যৌথ শক্তিকে মোকাবিলা করা এবং ভারত মহাসাগরে কৌশলগত আধিপত্য বজায় রাখাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। বর্তমানে নৌসেনার কাছে রয়েছে মোট ১৪০টি যুদ্ধজাহাজ, যার মধ্যে ১৭টি ডিজেল-ইলেকট্রিক সাবমেরিন (১১টি পুরনো) এবং ২টি পারমাণবিক শক্তিচালিত ব্যালিস্টিক মিসাইল সাবমেরিন। এছাড়াও ২৫০–এর বেশি বিমান ও হেলিকপ্টার রয়েছে নৌবাহিনীর অধীনে। তবে পুরনো জাহাজ ও সাবমেরিন ধীরে ধীরে বাদ পড়ায় নতুন সংযোজনের মাধ্যমে ২০৩৫ নাগাদ বহরের সংখ্যা ২০০ থেকে ২৩০–এ পৌঁছবে বলে আশা করা হচ্ছে।