২০৩৫-এর মধ্যে ২০০-রও বেশি যুদ্ধজাহাজ, বড় পরিকল্পনা নৌসেনার

ভারতীয় নৌবাহিনী আগামী এক দশকের মধ্যে তাদের সামুদ্রিক শক্তি আরও দৃঢ় করতে চলেছে। লক্ষ্য নির্ধারণ করা হয়েছে—২০৩৫ সালের মধ্যে বহরে অন্তর্ভুক্ত করা হবে ২০০–এর বেশি যুদ্ধজাহাজ ও সাবমেরিন। এক নৌসেনা আধিকারিক জানিয়েছেন, ইতিমধ্যেই দেশীয় শিপইয়ার্ডে নির্মাণাধীন রয়েছে ৫৫টি যুদ্ধজাহাজ ও সাবমেরিন। পাশাপাশি প্রতিরক্ষা মন্ত্রক আরও ৭৪টি জাহাজ তৈরির অনুমোদন দিয়েছে, যদিও সেই প্রকল্পের চুক্তি প্রক্রিয়া এখনও বাকি।

চিন ও পাকিস্তানের ক্রমবর্ধমান যৌথ শক্তিকে মোকাবিলা করা এবং ভারত মহাসাগরে কৌশলগত আধিপত্য বজায় রাখাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। বর্তমানে নৌসেনার কাছে রয়েছে মোট ১৪০টি যুদ্ধজাহাজ, যার মধ্যে ১৭টি ডিজেল-ইলেকট্রিক সাবমেরিন (১১টি পুরনো) এবং ২টি পারমাণবিক শক্তিচালিত ব্যালিস্টিক মিসাইল সাবমেরিন। এছাড়াও ২৫০–এর বেশি বিমান ও হেলিকপ্টার রয়েছে নৌবাহিনীর অধীনে। তবে পুরনো জাহাজ ও সাবমেরিন ধীরে ধীরে বাদ পড়ায় নতুন সংযোজনের মাধ্যমে ২০৩৫ নাগাদ বহরের সংখ্যা ২০০ থেকে ২৩০–এ পৌঁছবে বলে আশা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *