কোরিওগ্রাফার ধনশ্রী বর্মা আবারও শিরোনামে উঠে এসেছেন, এবার তার ব্যক্তিগত জীবনের জন্য নয়, বরং অ্যামাজন এমএক্স প্লেয়ারের একটি আসন্ন রিয়েলিটি শো ‘রাইজ অ্যান্ড ফল’-এর নতুন প্রমোতে নিজের রহস্যময় কথাবার্তার জন্য। এখানেও ধনশ্রীর নিশানায় চাহাল।
নতুন প্রমোতে, ধনশ্রী একজন শাসকের ভূমিকায় অভিনয় করছেন। আর দেখা গেল সাংবাদিক নয়ানদীপ রক্ষিতকে। যাঁকে এখানে একজন কর্মীর ভূমিকায়। ধনশ্রীকে বলতে শোনা যায়, ‘রানিকে তারকা হওয়ার দরকার নেই, আর ওইসব ইন্টারভিউয়ারদের লাইন পড়ে আছে পিছনে। পেন্টহাউসে যতগুলো স্পোর্টস চ্যানেল আছে… আমি সব বন্ধ করে দিয়েছি।’
এই সংলাপ দ্রুত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, অনেকেই এটিকে তার প্রাক্তন স্বামী, ভারতীয় ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের প্রতি কটাক্ষ হিসেবে বর্ণনা করেছেন।