২০২৫ সালের দ্বিতীয় চন্দ্রগ্রহণের ১৫ দিন পরই আসছে সূর্যগ্রহণ। সেই দিনই পিতৃপক্ষের অবসান। ২১ সেপ্টেম্বর পড়েছে মহালয়া। আর এই মহালয়ার দিনেই রয়েছে সূর্যগ্রহণ। বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ পড়ছে পিতৃপক্ষের অবসানের দিন মহালয়ার দিনে। কখন রয়েছে এই গ্রহণ? দেখা যাক।
২১ সেপ্টেম্বর ২০২৫ সালের সূর্যগ্রহণ হল বছরের শেষ সূর্যগ্রহণ। তবে ভারতে এই গ্রহণ দেখা যাবেনা। পিতৃতর্পণের দিনে এই গ্রহণ ভারতীয় সময় অনুসারে রাতে হবে। ফলত, মহালয়ার দিন রাতে হবে সূর্যগ্রহণ।
২১ সেপ্টেম্বর রাত ১১ টা থেকে শুরু হবে সূর্যগ্রহণ। ২০২৫ সালের এই সূর্যগ্রহণ দুর্গাপুজোর আগে সংগঠিত হতে চলেছে। আর এই গ্রহণ মহালয়ার দিন রাত ১১ টায় শুরু হয়ে শেষ হবে মধ্যরাত পার করে রাত ৩ টে ২৩ মিনিটে।