মেট্রো বিভ্রাট এবার গ্রিন লাইনে! ব্যস্ত সকালে হাওড়া-সেক্টর ফাইভ রুটে থমকে পরিষেবা
বুধবার সকাল। ব্যস্ত শহর কলকাতা নিজের গতি ধরতে শুরু করেছে। অফিসযাত্রীদের ভিড় বাড়ছে একের পর এক মেট্রো স্টেশনে। ঠিক তখনই হঠাৎ মুখ থুবড়ে পড়ল হাওড়া ময়দান–সেক্টর ফাইভের মধ্যে চলা ইস্ট-ওয়েস্ট মেট্রো (Howrah-Sector 5 route)। যান্ত্রিক ত্রুটির জেরে রেল পরিষেবা সাময়িকভাবে স্তব্ধ (Metro disruption on Green Line)। থমকে গেল আপ ও ডাউন লাইনের ট্রেন চলাচল।