লে থেকে অরুণাচল, দু’চাকায় অসম্ভবকে সম্ভব করলেন বাংলার অভিষেক!
মাত্র ২০ দিনে লাদাখের লে থেকে অরুণাচল প্রদেশের কিবিথো পর্যন্ত ৩৬০০ কিলোমিটার সাইকেল চালিয়ে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের দোরগোড়ায় পৌঁছে গেছেন তমলুকের অভিষেক তুঙ্গ। পথে কখনও মাইনাস ১০ ডিগ্রি ঠান্ডা, আবার কখনও ৪২ ডিগ্রির তাপেও থামেননি তিনি। “অধিকাংশ দিন রাতেও সাইকেল চালাতে হয়েছে… দিনে সাড়ে পাঁচ-ছ’ঘণ্টার বেশি বিশ্রাম নেওয়া হয়নি কখনও।” — জানালেন অভিষেক।…