বঙ্গোপসাগর-ভারত মহাসাগর মিলিয়ে ৪৭৯৫ কিমি এলাকায় নোটাম জারি ভারতের, চরমে জল্পনা
অপারেশন সিঁদুরের সময় ভারতের তিন সামরিক বাহিনীই পুরোদমে প্রস্তুত ছিল পাকিস্তানে হা*ম*লা করতে। চারদিনের সংঘাতে ভারতীয় সেনা এবং ভারতীয় বায়ুসেনা সম্মুখসমরে নেমেছিল পাকিস্তানের বিরুদ্ধে। তবে ভারতীয় নৌসেনা কোনও হামলায় অংশ নেয়নি। পরে ১০ মে প্রবল চাপে পড়ে ভারতকে সংঘর্ষবিরতির প্রস্তাব দেয় পাকিস্তান। নিজেদের নীতিতে অবিচল থেকে তাতে রাজি হয়ে যায় ভারত। এই আবহে অপারেশন সিঁদুরে…
