সর্বাধিক পঠিত
মঙ্গলবার, ১ মার্চ ২০২১; ১০:৩২ পূর্বাহ্ণ
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন “করোনা ভাইরাস” মোকাবেলায় সংগঠনের কর্মীরা টিএসসিতে রাত্রি যাপন করছে। ২০ সদস্যের একটা টিম হাসপাতাল, ডাক্তার, শ্রমিক মেহনতি মানুষের জন্য সারা রাত জেগে জেগে হ্যান্ড স্যানিটাইজার তৈরি করার প্রকল্প গ্রহণ করছে। যতদিন সংকট দূর না হচ্ছে, যতক্ষণ তাদের দেহে প্রাণ আছে ততক্ষণ মানুষের জন্যে লড়ে যাওয়ার প্রতিজ্ঞাবদ্ধ। লকডাউন আসলেও তারা টিএসসিতে অবস্থান করবে বলে জানা গেছে। তাই সকলের সহযোগিতা প্রত্যাশা করছে।
বিকাশঃ +8801784983577
জরুরি প্রয়োজনেঃ +8801910285456
সর্বাধিক পঠিত
Our facebook page