সর্বাধিক পঠিত
বৃহস্পতিবার, ২০ জানুয়ারি ২০২১; ১২:৩৩ পূর্বাহ্ণ
“গালিব কে মসজিদে মদ খেতে দাও,
নতুবা এমন কোন জায়গার সন্ধান যেখানে খোদা নেই।”
~ মির্জা গালিব
“মসজিদ ইবাদাতের ঘর, সেখানে মদ খাওয়া বেয়াদবি,
কেবল অবিশ্বাসীর অন্তরেই খোদা থাকে না।”
~ আল্লামা ইকবাল
“অবিশ্বাসীর অন্তর ঘুরে সেখানেও আমি খোদা দেখেছি,
অবিশ্বাসীরা তাঁকে চিনতে কেবল ভুল করে।”
~ আহমেদ ফারায
“বস্তুত খোদা বিহীন কিছু এই দুনিয়ায় নেই,
এর চেয়ে ভালো স্বর্গে গিয়ে মদ খাওয়া,
কারণ সেখানে তা বৈধ।”
~ ওয়াফি ইকবাল
“আরে দুনিয়ায় মদ খাই দুঃখ ভুলতে, স্বর্গে দুঃখ নেই,
সেখানে গিয়ে মদ খেয়ে কি লাভ?”
~ সাইয়ায সাকি
“দুঃখে মদ খেয়ো না, মদ দুঃখ ভোলার ওষুধ না,
খেতে হলে অন্তরে আনন্দ নিয়ে খাও,
তাহলে দুনিয়াও স্বর্গ মনে হবে।”
জাহিদুর রহিম; জন্ম: ১৭ই ডিসেম্বর ১৯৮৬ ঈসায়ী সনে
প্রাতিষ্ঠানিক শিক্ষা: জনস্বাস্থ্যে স্নাতোকোত্তর। পড়েছেন উন্নয়ন অধ্যয়নও।
অবসরের সঙ্গী আড্ডা, ভ্রমণ, বই পড়া, গান শোনা।
প্রিয় বিষয়: ইতিহাস, রাজনীতি, স্মৃতিকথা।
লেখালেখি: কবিতা, প্রবন্ধ, মুক্তগদ্য, অনুবাদ ইত্যাদি।
প্রকাশিত গ্রন্থ:
কবিতা- সুন্দর দাঁড়িয়ে আছে নিঃসঙ্গ (২০১৫), হেমলক সন্ধ্যার গান (২০১৯)
প্রবন্ধ- কথারা আমার মন (২০১৮), ক্ষণকালের আভাস হতে (২০২০)
অনুবাদ: দ্য প্রফেট
ই-মেইল: [email protected]
সর্বাধিক পঠিত
Our facebook page