সুপারস্টার রজনীকান্ত এবার বর্ষীয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তীর সঙ্গে একসঙ্গে পর্দায় হাজির হবেন। ‘জেলার’ ছবির সিক্যুয়েল ‘জেলার ২’-এ দর্শকরা দেখতে পাবেন দুই সুপারস্টারের অসাধারণ কেমিস্ট্রি। ইতিমধ্যেই ছবির শুটিং শুরু হয়ে গেছে। পরিচালনার দায়িত্বে আছেন নেলসন দিলীপকুমার।
সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর, মিঠুন শুটিংয়ে যোগ দিয়েছেন, আর চলতি সপ্তাহেই রজনীকান্তও অংশ নেবেন। জানা গেছে, এই ছবিতে মিঠুন চক্রবর্তী গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবেন। শুধু তাই নয়, এটি ভারতীয় চলচ্চিত্র জগতে একটি বিশেষ মাইলস্টোন হিসেবেও বিবেচিত হচ্ছে। এর আগে মিঠুনের ‘ভ্রষ্টাচার’ ও ‘ভাগ্য বিধাতা’ ছবিতে রজনীকান্ত ক্যামিও চরিত্রে হাজির হয়েছিলেন। এবারই প্রথম তাঁরা একসঙ্গে বড় পর্দায় দেখা যাবে।