থাইল্যান্ডে মিমির নীল বিকিনিতে আবিরের রোম্যান্সে মাত নেটপাড়া

‘রক্তবীজ ২’-এর নতুন গানের দৃশ্যে থাইল্যান্ডের সমুদ্র সৈকতে রোম্যান্সে মগ্ন নীল বিকিনির মিমি চক্রবর্তী ও আবির চট্টোপাধ্যায়। বন্দুকবাজি ও অ্যাকশনের মাঝেও তাদের chemistry দর্শকদের মুগ্ধ করছে।

মঙ্গলবার প্রকাশিত ‘চোখের নীলে’ গানের ছোট ঝলক সোশাল মিডিয়ায় ঝড় তুলেছে। এর আগে ‘ও বাবুর মা’ ও ‘অর্ডার ছাড়া বর্ডার ক্রস করতে যেও না…’ গানেও দর্শক-শ্রোতাদের মধ্যে সাড়া পড়ে গেছে।

‘রক্তবীজ ২’ পুজোর মরশুমে বক্স অফিসে দখল নিতে চলেছে, এবং নতুন গানগুলো দর্শক-অনুরাগীদের উন্মাদনা আরও বাড়াচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *