শারীরিক প্রতিবন্ধকতা ও নানা বাধা পেরিয়ে পোল্যান্ডে শুরু হয়েছিল শাহরুখ খানের নতুন ছবি ‘কিং’-এর শুটিং। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবির কাজ চলছিল জোরকদমে। তবে হঠাৎই শুটিং বন্ধ রেখে দেশে ফিরছেন কিং খান। প্রথমে গুঞ্জন ছিল, কোনও অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে গিয়ে চোট পেয়েছেন তিনি।
তবে টিনসেল টাউনের খবর বলছে, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে জাতীয় পুরস্কার গ্রহণ করতেই দেশে ফিরছেন শাহরুখ। ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘জওয়ান’ ছবির জন্য তাঁর ঝুলিতে এসেছে জাতীয় পুরস্কার। দীর্ঘ তিন দশকের কেরিয়ারে এই প্রথমবার তিনি এমন সম্মান পাচ্ছেন। ফলে সেই আবেগে দেশে ফিরে আসা স্বাভাবিক।
জাতীয় পুরস্কার নেওয়ার মুহূর্তের ছবি ও ভিডিও দেখার জন্য ভক্তরাও অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আগামী ২৩ সেপ্টেম্বর, মঙ্গলবার, নয়াদিল্লির বিজ্ঞান ভবনে ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠান হবে। সেখানেই রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার নিতে হাজির থাকবেন শাহরুখ খান।
 
			 
			