ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে খেলতে নামার সপ্তাহখানেক আগেই ভারতীয় দলে অশান্তির আঁচ! অনুশীলনে কোচ গৌতম গম্ভীরের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় করতে দেখা গেল ওপেনার যশস্বী জয়সওয়ালকে! যা নিয়ে রীতিমতো গুঞ্জন শুরু হয়ে গিয়েছে ক্রিকেট মহলে। যদিও পরে শান্তভাবেই নেটে ব্যাট করেছেন যশস্বী।
রেভস্পোর্টসে’র রিপোর্টে দাবি করা হয়েছে, বৃহস্পতিবার নেটে ব্যাট করার সময় যশস্বী অনেকটা টি-২০ মেজাজে প্রতিটি বলেই চালিয়ে খেলার চেষ্টা করছিলেন। সেই চক্করে তিনি আউটও হয়ে যান। তাতেই সম্ভবত রেগে গিয়েছিলেন কোচ গম্ভীর। তিনি যশস্বীকে ডেকে পাঠেন। কয়েক মিনিটের উত্তপ্ত বাক্য বিনিময় হয় কোচ এবং ওপেনারের মধ্যে। যদিও বিষয়টি বেশিদুর গড়ায়নি। ফের নেটে গিয়ে ব্যাট করেন যশস্বী। এবারে অনেকটা শান্ত দেখায় তাঁকে। সেভাবে আক্রমণাত্মক ব্যাটিংও করেননি।