‘চিরদিনই তুমি যে আমার’ বেঙ্গল টপার, অস্ত্রোপচারের পর খুশির খবর শেয়ার দিতিপ্রিয়ার

বুধবার সোশ্যাল মিডিয়ায় নিজের অসুস্থতার খবর জানিয়ে নাকে অস্ত্রোপচার হওয়ার কথা প্রকাশ করেছিলেন জনপ্রিয় অভিনেত্রী দিতিপ্রিয়া রায়। ভক্তদের কাছ থেকে শুভেচ্ছা ও প্রার্থনা পেয়েছিলেন তিনি। এবার সফল অস্ত্রোপচারের পর সেই সকল দর্শক-অনুরাগীদের উদ্দেশে কৃতজ্ঞতা প্রকাশ করলেন অভিনেত্রী।

অস্ত্রোপচারের পর বৃহস্পতিবারই সুখবর পান দিতিপ্রিয়া। সেই আনন্দ ভাগ করে নিয়েছেন নিজের ভক্তদের সঙ্গে। অভিনেত্রী জানান, তিনি এখন অনেকটাই ভালো আছেন। সোশ্যাল মিডিয়ায় নিজের কয়েকটি ছবি শেয়ার করে দিতিপ্রিয়া লেখেন, ‘আমার অস্ত্রোপচার সুষ্ঠভাবে মিটে গিয়েছে। আমার জন্যও আপনারা সকলে প্রার্থনা করেছেন। তার জন্য আমি সকলের কাছে কৃতজ্ঞ। এবং একইসঙ্গে খুব ভালো খবর পেলাম ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিক এখন বেঙ্গল টপার। এই স্থান অর্জন করা সহজ ছিল না। ধারাবাহিকের গোটা টিমকে এর জন্য অনেক শুভেচ্ছা। এটা কখনই দর্শকের ভালোবাসা ছাড়া হত না।’

এই পোস্টের মাধ্যমেই ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ধন্যবাদ জানিয়েছেন অভিনেত্রী দিতিপ্রিয়া রায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *