বাংলায় এসআইআরের প্রস্তুতির তোড়জোড় শুরু হতেই ফের বিরোধিতায় সুর চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নবান্ন সভাঘর থেকে সরাসরি সাংবাদিক বৈঠক করে তাঁর সাফ হুঁশিয়ারি, ”তাড়াহুড়োয় কাজ করতে গিয়ে যদি কোনও সম্প্রদায়ের কোনও নাগরিকের নাম বাতিল হয়, তাহলে বলব, আগুন নিয়ে খেলবেন না। এখন বাংলায় দুর্যোগ পরিস্থিতি। বন্যায় মানুষের ঘরবাড়ি, কাগজপত্র সব ভেসে গিয়েছে। কোথা থেকে মানুষ কাগজ দেবে?” নদিয়ার দুই নাগরিক এনআরসি নোটিস পেয়েছেন পুজোর মধ্যে। সেই তথ্য জানিয়ে মুখ্যমন্ত্রী প্রশ্ন তুললেন, ”এসআইআরের নামে কেন এনআরসি নোটিস পাঠাল? কোন অধিকারে বাংলার মানুষকে অসম সরকার এই নোটিস পাঠাচ্ছে? সামনে এসআইআর আর পিছনে কী? এনআরসি করবেন গায়ের জোরে? পারবেন না কোনওদিন। কেন্দ্রীয় সংস্থাগুলিকে গৈরিকীকরণের চেষ্টা চলছে।
‘NRC-র নোটিস কেন?’ বাংলায় SIR নিয়ে মমতার সাফ হুঁশিয়ারি, ‘আগুন নিয়ে খেলবেন না’