আগামী আইপিএলের নিলাম কবে হবে? জানা গেল সম্ভাব্য সেই দিনক্ষণ। ১৩ থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে মিনি নিলাম। তার আগে কোন ক্রিকেটারদের ধরে রাখতে চায় ফ্র্যাঞ্চাইজিগুলি, তা জানাতে হবে ১৫ নভেম্বরের মধ্যে।
এক আন্তর্জাতিক ক্রিকেট ওয়েবসাইট সূত্রে ইন্ডিয়ান ক্রিকেট লিগের সম্ভাব্য তারিখ সম্পর্কে জানা গিয়েছে। জানা গিয়েছে, এবারের নিলাম ভারতেই হতে পারে। উল্লেখ্য, গত দু’বছরের নিলাম হয়েছিল যথাক্রমে দুবাই এবং সৌদি আরবে। তবে একটি বিষয় নিশ্চিত, ক্রিকেটারদের রিটেন করার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে ১৫ নভেম্বর পর্যন্ত।
 
			 
			