ধীরে ধীরে বদলাচ্ছে রাজ্যের আবহাওয়া। সকাল-সন্ধ্যায় শীতের আমেজ মিললেও, বৃষ্টি থেকে পুরো রেহাই নয়। হাওয়া অফিস জানিয়েছে, কালীপুজোর আগে রাজ্যের ৬ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত ঠান্ডা ও শুকনো বাতাসের সংস্পর্শে এসে এই বৃষ্টি ঘটাতে পারে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে বৃষ্টি হতে পারে, যদিও ভারী বৃষ্টির আশঙ্কা নেই।
অন্যদিকে, বাকি জেলাগুলিতে থাকবে মনোরম আবহাওয়া—রোদেলা আকাশ ও হালকা শীতের অনুভূতি। তবে জাঁকিয়ে শীত নামার জন্য আরও কিছুটা অপেক্ষা করতে হবে।