ভূটান থেকে আসা জলে উত্তরবঙ্গে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে বলে অভিযোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তাঁর দাবি, এই ক্ষতির দায় নিতে হবে ভূটানকে। সোমবার নাগরাকাটায় এই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী।
বৃহস্পতিবার বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, মমতার দাবির পর বিষয়টি খতিয়ে দেখা হবে। তিনি বলেন, “পশ্চিমবঙ্গে যে বন্যা হয়েছে, তা নিয়ে হাইড্রোলজিক্যাল তথ্য আমার কাছে এই মুহূর্তে নেই। খোঁজ নিয়ে জানাবো।”
মমতা আরও বলেন, “ভুটান থেকে নেমে আসা জলের কারণে আমরা ক্ষতির সম্মুখীন হয়েছি… আমি বেশ কিছুদিন ধরেই একটি ইন্দো-ভুটান যৌথ নদী কমিশন গঠনের জন্য জোর দিয়ে আসছি।”
সম্প্রতি আচমকা হড়পা বানে বিপর্যস্ত হয়েছে উত্তরবঙ্গের একাধিক জেলা। বহু মানুষের প্রাণহানি ও পরিকাঠামোর ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে ত্রাণ ও পুনর্গঠনের উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।