ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে কলকাতার ঐতিহ্য ‘হাতে টানা রিকশা’। উত্তর ও মধ্য কলকাতার অলিগলিতে এখনও কিছু রিকশা দেখা গেলেও, রোজগারের অভাবে বহু চালক বিকল্প জীবিকার খোঁজে।
এই পরিস্থিতিতে রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থকে চিঠি দিয়েছে ‘অল বেঙ্গল রিকশা ইউনিয়ন’। তাদের দাবি, বর্তমানে প্রায় ৬ হাজার চালক এই পেশার সঙ্গে যুক্ত। অবিলম্বে বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা হোক। সংগঠনের দাবি, ই–রিকশা চালুর আলোচনা হলেও তা বাস্তবায়িত হয়নি। চিঠিতে সুপ্রিম কোর্টের সেই নির্দেশও উল্লেখ করা হয়েছে, যেখানে মহারাষ্ট্র সরকারকে হাতে টানা রিকশাকে ই–রিকশায় রূপান্তর করতে বলা হয়েছিল।