বর্ধমান স্টেশনে কয়েকদিন আগেই অতিরিক্ত ভিড়ের জেরে ঘটে গিয়েছিল বড়সড় দুর্ঘটনা। ফুট ওভারব্রিজে পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি তৈরি হওয়ায় বহু যাত্রী গুরুতর আহত হন। সেই ঘটনার পরই অবশেষে নড়েচড়ে বসল রেলওয়ে কর্তৃপক্ষ। নতুন করে বদল আনা হয়েছে ট্রেনের প্ল্যাটফর্ম ও যাত্রী চলাচলের নিয়মে।
পূর্ব রেলের তরফে এবার থেকে প্রতিদিন নির্দিষ্ট রুটের জন্য নির্দিষ্ট প্ল্যাটফর্ম ঠিক করে দেওয়া হয়েছে। সূত্রের খবর, বর্ধমান–হাওড়া মেন লাইন লোকাল আসবে ৩ নম্বর প্ল্যাটফর্মে, কর্ড লাইন লোকাল ৪ নম্বরে, বর্ধমান–আসানসোল ও বর্ধমান–রামপুরহাট লাইনের লোকাল ৬ এবং ৭ নম্বরে, আর বর্ধমান–কাটোয়া লাইনের লোকাল আসবে ৮ নম্বর প্ল্যাটফর্মে। একইসঙ্গে ট্রেনগুলিতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে বলে জানিয়েছে রেল।