গুজরাটে রাজনৈতিক চমক! মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল ছাড়া রাজ্যের সব মন্ত্রী পদত্যাগ করেছেন। সূত্রের খবর, মন্ত্রিসভায় বড় রদবদলের সিদ্ধান্ত নিয়েছে বিজেপি নেতৃত্ব। মুখ্যমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন সব মন্ত্রীরা, যা তিনি ইতিমধ্যেই গ্রহণ করেছেন।
বর্তমানে রাজ্যে একমাত্র মন্ত্রী হিসেবে দায়িত্বে রয়েছেন ভূপেন্দ্র প্যাটেল। আজ রাতেই তিনি রাজ্যপালের কাছে নিজের পদত্যাগপত্রও জমা দিতে পারেন বলে জানা গেছে।
ইন্ডিয়া টুডে-র প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার সকাল সাড়ে ১১টায় গান্ধীনগরের মহাত্মা মন্দিরে নতুন মন্ত্রিসভার শপথগ্রহণ হবে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপি সভাপতি জেপি নাড্ডা। নতুন মন্ত্রিসভায় তরুণ ও অভিজ্ঞ মুখের মিশ্রণ দেখা যাবে বলে সূত্রের খবর। তবে মুখ্যমন্ত্রী বদল হবে কি না, তা এখনই পরিষ্কার নয়।