‘দিদিকে বলো’ , ‘বাংলা নিজের মেয়েকে চায়’, ‘জনগণের গর্জন, বাংলা বিরোধীদের বিসর্জন’— গত বেশ কয়েকটা নির্বাচনের আগে এই ধরনের স্লোগান ক্যাম্পেইনের মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছে যাওয়ার পথ বেছে নিয়েছিল তৃণমূল। এবার ফের দামামা বেজেছে রাজ্যে বিধানসভা নির্বাচনের। বছর ঘুরলেই যুদ্ধ শুরু। তার আগে ফের একটি নতুন ক্যাম্পেইন নিয়ে হাজির রাজ্যের শাসকদল।
বৃহস্পতিবার সেই নতুন ক্যাম্পেইনের উদ্বোধন করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সমাজমাধ্যমে এই নতুন প্রচারের কথা পোস্ট করেছেন তিনি। ‘আমি বাংলার ডিজিটাল যোদ্ধা’ নামে নতুন এই ক্যাম্পেইনের মাধ্যমে রাজ্যের তরুণ প্রজন্মের ভোটারদের কাছে পৌঁছে যাওয়াই শুধু নয়, বাংলা বিরোধীদের বিরুদ্ধে জনমত গঠনও করা হবে। এদিন এই নতুন ক্যাম্পেইনের শুরু করে অভিষেক বলেন, ‘যে তরুণ-তরুণী বাংলার অপবাদ সহ্য করতে চান না, তাঁদের সকলের জন্য এটা একটি আহ্বান।’