মাত্র ৬ ঘণ্টায় কলকাতা থেকে বারাণসী! হুগলি নদীর ওপরে নতুন সেতু তৈরি হলেই ঘটবে কামাল, কীভাবে

পশ্চিমবঙ্গে (West Bengal) হুগলি নদীর (Hooghly River) ওপরে তৈরি হতে চলেছে এক নতুন সেতু, যা বারাণসী-কলকাতা চার লেনের এক্সপ্রেসওয়ে (Varanasi Kolkata Expressway) প্রকল্পের গুরুত্বপূর্ণ অংশ হবে। পিডব্লিইডি (PWD) সূত্রে জানা গেছে, প্রস্তাবিত সেতুটি নির্মিত হবে হাওড়ার বাগনান এলাকায়, যা নদীর অপর প্রান্তে দক্ষিণ ২৪ পরগনার পুজালি অঞ্চলের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করবে।

বর্তমানে কলকাতায় (Kolkata) হুগলি নদীর উপর তিনটি প্রধান সেতু রয়েছে — স্বাধীনতার আগে তৈরি ঐতিহ্যবাহী হাওড়া ব্রিজ (রবীন্দ্র সেতু), এনএইচ-২ (বম্বে রোড) যুক্ত বিদ্যাসাগর সেতু, এবং এনএইচ-২ (দিল্লি রোড) যুক্ত নিবেদিতা সেতু। নতুন সেতুটি এই তিনটির সঙ্গে যুক্ত হয়ে নদীর উপর দিয়ে যাওয়া চতুর্থ সেতুু হতে চলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *