সিডনিতে দু’টি ক্যাচ ধরে বিরাট টপকে গেলেন প্রোটিয়া কিংবদন্তি জ্যাক ক্যালিসকে

সিডনিতে চলছে অস্ট্রেলিয়া বনাম ভারতের মধ্যে তৃতীয় ওডিআই ম্যাচ (Australia vs India Third One Day)। এই ম্যাচে টসে হারলেও শুরু থেকেই কিন্তু দাপট দেখাচ্ছে টিম ইন্ডিয়া। প্রথমে ভারতীয় বোলারদের দাপট ও তারপর বিরাট কোহলি ও রোহিত শর্মার জুটিতে জয়ের ভিত গড়ে ফেলেছে টিম ইন্ডিয়া। গত দুই ম্যাচে খাতা খুলতে পারেননি বিরাট কোহলি (Virat Kohli)। তবে এদিন কিন্তু তিনি দুরন্ত ছন্দেই ব্যাট করছেন। পাশাপাশি বিরাট শনিবার একটি অনবদ্য কৃতিত্বও গড়েছেন।

প্রথম দুই ম্যাচে খাতা খুলতে না পারায় কিছুটা হলেও চাপে ছিলেন কোহলি, অন্তত বিশেষজ্ঞদের মতে। কিন্তু বিরাট বুঝিয়ে দিলেন, ফর্ম হল টেম্পোরারি, ক্লাশ পারমানেন্ট। বিরাটের ফিটনেস নিয়ে কোনও দিনই কথা ওঠেনি। এদিনও ফিল্ডিংয়ে তিনি বুঝিয়ে দিলেন, মাঠে তাঁর উপস্থিতি কতটা পার্থক্য গড়ে দেয়। সিডনিতে অনুষ্ঠিত তৃতীয় ওয়ানডেতে দারুণ দু’টি ক্যাচ (Catches) নিয়ে গড়লেন নতুন রেকর্ড। এক্ষেত্রে তিনি পিছনে ফেলে দিয়েছেন প্রোটিয়া কিংবদন্তি জ্যাক ক্যালিসকে (Jacques Kallis)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *