চন্দননগরে বড়সড় বিপর্যয়। জগদ্ধাত্রী পুজোয় ভেঙে পড়ল সব থেকে বড় প্রতিমা! মণ্ডপের একটা অংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে। ঘটনায় ২ জন জখম বলে প্রাথমিকভাবে খবর। এই অবস্থায় ওই মণ্ডপ দর্শনার্থীদের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে কানাইলালপল্লি এলাকায়। ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী।
চন্দননগরে বড় বিপর্যয়, ভেঙে পড়ল সব থেকে বড় জগদ্ধাত্রী!
