সোমবার সাংবাদিক বৈঠক করে বাংলা সহ ১২ রাজ্যে এসআইআর-এর (SIR) ঘোষণা করে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন (ECI)। এই ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই কার্যত বিপাকে পড়েছেন ভোটকুশলী তথা জন সুরাজ পার্টির (Jan Suraj Party) সুপ্রিমো প্রশান্ত কিশোর (Prashant Kishor)। কারণ জানা গেছে, বিহার এবং বাংলা দু’রাজ্যেরই ভোটার তিনি! এই কারণে প্রশান্ত কিশোরকে শোকজ নোটিশ ধরিয়েছে বিহারের ২০৯ কারাহার বিধানসভার নির্বাচনী পদাধিকারী।
বিহারের (Bihar) সাসারামের ২০৯ কারাহার বিধানসভার ভোটকেন্দ্র ৭৬৭, রোল নম্বর – ৬২১-এ প্রশান্ত কিশোরের নাম নথিভুক্ত রয়েছে। ভোটার পরিচয়পত্র নম্বর হল – IUJ1323718। এর পাশাপাশি পশ্চিমবঙ্গের (West Bengal) ভবানীপুর বিধানসভাতেও নাম নথিভুক্ত রয়েছে তাঁর। বাংলার তালিকায় নাম রয়েছে ১২১ কালীঘাট রোড এই ঠিকানায়। এটি তৃণমূল কংগ্রেসের একটি দফতর। পিকের বুথ হল রানি শঙ্করী লেনের সেন্ট হেলেন স্কুল।
