পানিহাটির প্রদীপ করের মৃত্যুর দায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও জাতীয় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের। মৃতের বাড়িতে দাঁড়িয়ে এভাবেই ফের ফুঁসে উঠলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ”জাস্টিস ফর প্রদীপ কর” স্লোগান তুলে আগামিকাল বিকেল ৩ টেয় পানিহাটিতে মিছিলের ডাক দিলেন তিনি। প্রতিশ্রুতি দিলেন, “প্রদীপ করের দোষীরা শাস্তি পাবেই।”
‘NRC আত্মহত্যায়’ শাহ-জ্ঞানেশকে দায়ী করলেন অভিষেক, পানিহাটি থেকে স্লোগান, ‘জাস্টিস ফর প্রদীপ কর’
One thought on “‘NRC আত্মহত্যায়’ শাহ-জ্ঞানেশকে দায়ী করলেন অভিষেক, পানিহাটি থেকে স্লোগান, ‘জাস্টিস ফর প্রদীপ কর’”
Leave a Reply
You must be logged in to post a comment.

best cannabis edibles 2025 crafted for global markets