বিতর্কের মাঝেই কমিশনের ওয়েবসাইট বদল! এই নতুন লিংকে মিলবে ২০০২ সালের বাংলার ভোটার লিস্ট

SIR চালুর পর থেকেই নির্বাচন কমিশনের ওয়েবসাইটে দেখা দেয় গুরুতর সমস্যা। অনেকের অভিযোগ, ভোটার তালিকা থেকে নাম উধাও। কমিশনের দাবি ছিল, এটি প্রযুক্তিগত গোলযোগের ফল।

বৃহস্পতিবার ওয়েবসাইট সম্পূর্ণ ক্র্যাশ করায় সমস্যা বাড়ে। এর মাঝেই তৃণমূল অভিযোগ তোলে, ২০০২ সালের আসল ভোটার লিস্টের সঙ্গে অনলাইন তালিকার অমিল রয়েছে, পরিকল্পনা করে নাম বাদ দেওয়া হয়েছে।

অবশেষে শুক্রবার নতুন ওয়েবসাইট চালু করল নির্বাচন কমিশন — https://ceowestbengal.wb.gov.in/

সেখানে এখন দেখা যাচ্ছে ২০০২ সালের সম্পূর্ণ ভোটার লিস্ট।

Leave a Reply