টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কল

‘টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কল’ নামের টক শোয়ের এক পর্বে টুইঙ্কল খান্না প্রশ্ন করেন, বৈবাহিক সম্পর্কেরও কি মেয়াদ থাকা উচিত, নাকি এর জন্য ‘রিনিউয়াল অপশন’ রাখা যেতে পারে? প্রশ্ন শুনে শোয়ের অতিথি ভিকি কৌশল এবং কৃতী শ্যানন তাতে সায় দেননি। কিন্তু কাজল বন্ধুর পাশে দাঁড়িয়ে বলেন, “ঠিক সময়ে ঠিক মানুষকে যে কেউ বিয়ে করবে, তার গ্যারান্টি কী? ‘রিনিউয়াল অপশন’ খোলা থাকলে ঠিক আছে, তবে দাম্পত্যের ‘এক্সপায়ারি ডেট’ থাকলে দুজনের কাউকেই ভুগতে হবে না।”
এই মন্তব্যেই নেটপাড়ায় ছড়িয়েছে তীব্র প্রতিক্রিয়া। অনেকে প্রশ্ন তুলেছেন, কাজল কি তাঁর নিজের অজয় দেবগনের সঙ্গে দাম্পত্য সম্পর্ক নিয়েই ইঙ্গিত করলেন? কেউ কেউ আবার আগের পর্বের কথা মনে করিয়ে দিয়েছেন, যেখানে কাজল ও টুইঙ্কল পরকীয়া সম্পর্ক নিয়ে খোলামেলা মতামত দিয়েছিলেন। একাংশের মন্তব্য— “এর আগে বললেন, স্বামীদের বিবাহবহির্ভূত সম্পর্কে আপত্তি নেই, এবার বলছেন বিয়ের মেয়াদ থাকা দরকার — কাজল, আপনি কি সুখী নন বিবাহিত জীবনে?”
উল্লেখযোগ্যভাবে, মাসখানেক আগেই কাজল ও টুইঙ্কল মিলে নতুন টক শো শুরু করেছেন, যেখানে তাঁরা বলিউড তারকাদের নিয়ে নানা খোলামেলা আলোচনা করেন। দুই অভিনেত্রীর রসবোধ ও সোজাসাপ্টা মন্তব্যের জন্য অনেকেই তাঁদের মুখোমুখি হতে ইতস্তত বোধ করেন। এবার নিজেদের শোতেই দাম্পত্য নিয়ে বেফাঁস মন্তব্য করে বিতর্কের কেন্দ্রবিন্দুতে কাজল ও টুইঙ্কল দু’জনেই।

Leave a Reply