প্রতিদ্বন্দ্বীদের পিছনে ফেলে সবচেয়ে বেশি দূরে জ্যাভলিন ছুড়ে অলিম্পিকে সোনা জিতেছিলেন নীরজ চোপড়া। এবার ভারতের সামরিক প্রতিদ্বন্দ্বীরাও ‘জ্যাভলিনের’ ভয়ে কাঁপছে! এই জ্যাভলিন ট্যাঙ্কবিধ্বংসী ক্ষেপণাস্ত্র। শুল্ক-সংঘাতের আবহেই আমেরিকা থেকে ট্যাঙ্কবিধ্বংসী ক্ষেপণাস্ত্র জ্যাভলিন কিনতে চলেছে ভারত, আগেই জানা গিয়েছিল। এই বিষয়ে বুধবার সিলমোহর দিল মার্কিন প্রশাসন। দু’টি আলাদা বিবৃতিতে ট্রাম্পের দেশের ডিফেন্স সিকিউরিটি কর্পোরেশন এজেন্সি (ডিএসসিএ) জানিয়েছে, ৯২.৮ মিলিয়ান ডলারের (ভারতীয় মুদ্রায় প্রায় ৮২৫ কোটি ডলার) ভারত-মার্কিন অস্ত্র-চুক্তি বাস্তবায়ন হতে চলেছে।
ইউক্রেন যুদ্ধে কুপোকাত হয় রুশ ট্যাঙ্ক, সেই মার্কিন ‘জ্যাভলিন’ এবার ভারতের হাতে
