বিশ্বজুড়ে ইন্টারনেট বিপর্যয়, অচল Uber, X, ChatGPT-সহ একাধিক ওয়েবসাইট

মঙ্গলবার বিকেলের দিকে ভারতসহ বিশ্বের কোটি কোটি ইন্টারনেট ব্যবহারকারী হঠাৎ করেই বড় ধরনের সমস্যার সম্মুখীন হন। X (টুইটার), ChatGPT, ক্যানভা (Canva), উবার (Uber) এবং লেটারবক্সড-সহ একাধিক জনপ্রিয় ওয়েবসাইট ও অনলাইন পরিষেবা একযোগে অচল হয়ে পড়ে। শুরুতে অনেকেই ভেবে নেন এটি তাদের ব্যক্তিগত নেটওয়ার্ক সংযোগের সমস্যা। পরে জানা যায়, এর পেছনে রয়েছে বৈশ্বিক স্তরের একটি বড় ইন্টারনেট বিভ্রাট।

এই ব্যাপক সমস্যার নেপথ্যে ক্লাউডফ্লেয়ার (Cloudflare)-এর সিস্টেমে ঘটেছে গুরুতর প্রযুক্তিগত বিপর্যয়—এমনটাই মানা হচ্ছে। ইন্টারনেটের কনটেন্ট ডেলিভারি থেকে সাইবার সুরক্ষা—সবকিছুর বড় অংশই এই সংস্থা দেখভাল করে। তাই তাদের সিস্টেমে ত্রুটি দেখা দেওয়ায়, তাদের পরিকাঠামোর ওপর নির্ভরশীল শতাধিক প্ল্যাটফর্ম একসঙ্গে বিপর্যস্ত হয়ে পড়ে।

Leave a Reply