হিয়ারিংয়ে ডাক পেয়ে প্রবীণ নাগরিকদের ভোগান্তি চরমে। কাউকে পাঁজাকোলা করে, কাউকে আবার অ্যাম্বুল্যান্সে করে হিয়ারিং সেন্টারে নিয়ে যেতে হচ্ছে। নির্বাচন কমিশন যদিও আগে জানিয়েছিল, ৮৫ বছরের উপরে যাঁদের বয়স, তাঁদের হিয়ারিং হবে বাড়িতে। তবে এমন অভিযোগও উঠছে, এই নির্দেশ সর্বত্র মানা হচ্ছে না। প্রবীণদের হিয়ারিং সেন্টারে যেতে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে। এ নিয়ে এ বার DEO-দের প্রতি কড়া নির্দেশ কমিশনের। নির্দেশের অন্যথা হলে ভুগতে হবে BLO-দের।
৮৫ ঊর্ধ্বদের হিয়ারিং হবে বাড়িতেই, নির্দেশ না মানলে বিপাকে পড়তে হতে পারে BLO-দের
