পৌষেই উর্ধ্বমুখী তাপমাত্রা। অবশেষে হাঁড়কাপানো শীতের থেকে সাময়িক স্বস্তি পেল দক্ষিণবঙ্গবাসী। পারদ পৌঁছল ১৩ ডিগ্রির ঘরে। তবে দার্জিলিংয়ে প্রবল সম্ভাবনা রয়েছে তুষারপাতের। চার জেলা ভিজতে পারে বৃষ্টিতে।
পৌষেই উর্ধ্বমুখী তাপমাত্রা। অবশেষে হাঁড়কাপানো শীতের থেকে সাময়িক স্বস্তি পেল দক্ষিণবঙ্গবাসী।
