পরপর দু’দিন ধরে দেখা নেই রোদের। সঙ্গে জোরাল হাওয়ার দাপট। সবমিলিয়ি একধাক্কায় বঙ্গে বিরাট পারাপতন শীতের। সর্বনিম্ন বা রাতের তাপমাত্রা নিম্নমুখী। দিনের তাপমাত্রা বা সর্বোচ্চ তাপমাত্রাও স্বাভাবিকের অনেকটাই নিচে থাকবে। উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস। পার্বত্য এলাকায় হতে পারে তুষারপাত।
দেখা নেই রোদের, একধাক্কায় বঙ্গে বিরাট পারাপতন শীতের
