কাল যা করেছি AITC-এর চেয়ারপার্সন হিসেবে করেছি: মমতা

‘কাল যা করেছি AITC-এর চেয়ারপার্সন হিসেবে করেছি, কোনও অন্যায় করিনি’, আইপ্য়াক অফিসে ও প্রতীক জৈনের বাড়িতে ইডি তল্লাশি নিয়ে তোপ দাগলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। তাঁর আরও তোপ, ‘তোমরা ৬টা থেকে ঢুকেছো, আমি গিয়েছি ১১:৪৫ তে। অনেক কিছুই তো চুরি করে নিয়েছো।’

Leave a Reply