রাতের জাতীয় সড়কে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়াল হাওড়ার ধুলাগড়ে। ১৬ নম্বর জাতীয় সড়কের উপর হঠাৎই দাউদাউ করে জ্বলে ওঠে একটি বাস। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় এলাকায় তৈরি হয় তীব্র আতঙ্ক।
প্রাথমিক তথ্য অনুযায়ী, রাত সাড়ে ন’টা নাগাদ ধুলাগড় বাসস্ট্যান্ডের কাছে একটি পেট্রোল পাম্পের সামনে দাঁড়িয়ে থাকা রাসায়নিক বোঝাই একটি লরিতে প্রথমে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই সেই আগুন ছড়িয়ে পড়ে রাস্তার উপর। আগুনের লেলিহান শিখায় একাধিক গাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং সম্পূর্ণভাবে পুড়ে যায় একটি ফাঁকা বাস।
ঘটনার জেরে গোটা এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। অগ্নিকাণ্ডের কারণে জাতীয় সড়কে দীর্ঘ সময় যান চলাচল কার্যত বন্ধ হয়ে পড়ে, সৃষ্টি হয় তীব্র যানজট।
