চিনের নৌবাহিনীর বাড়তে থাকা তৎপরতা (PLA Navy activity) এবং বাংলাদেশ-পাকিস্তানকে ঘিরে বদলে যাওয়া আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষিতে বঙ্গোপসাগরের উত্তরাংশে নজরদারি আরও কড়া করতে পশ্চিমবঙ্গের হলদিয়ায় (Haldia) নতুন ঘাঁটি তৈরি করতে চলেছে ভারতীয় নৌবাহিনী (Indian Navy)। শীর্ষ প্রতিরক্ষা সূত্রে খবর, এই ঘাঁটি পূর্ণাঙ্গ কমান্ড নয়, বরং একটি নৌ ‘ডিটাচমেন্ট’ হিসেবে কাজ করবে, যেখানে মূলত ছোট আকারের যুদ্ধজাহাজ মোতায়েন করা হবে। নৌবাহিনী হলদিয়া বন্দরের বর্তমান পরিকাঠামো ব্যবহার করেই দ্রুত ঘাঁটি চালু করতে চাইছে। প্রাথমিক পর্যায়ে একটি আলাদা জেটি এবং প্রয়োজনীয় উপকূলীয় পরিকাঠামো ব্যবস্থা তৈরি করা হবে, যাতে অতিরিক্ত খরচ কম রাখা যায়।
চিন-বাংলাদেশের উপর নজর রাখতেহলদিয়ায় নৌ সেনা ঘাঁটি গড়ে উঠছে
