এসআইআর তালিকায় জীবিতকে ‘মৃত’ বলে দেখিয়েছিল কমিশন। এই ঘটনায় তিন ‘মৃত’ ভোটারকে ভরা জনসভায় নিয়ে এসে নির্বাচন কমিশনকে তুলোধোনা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গাফিলতির ‘লজ্জা’ ঢাকতে এবার কড়া পদক্ষেপ করল কমিশন। দক্ষিণ ২৪ পরগনার তিনটি বুথের বিএলও শোকজ করা হল। পাশাপাশি জেলাশাসককে নির্দেশ দেওয়া হয়েছে কীভাবে এতবড় গাফিলতি তা যেন ব্যাখ্যা করা হয়। সবমিলিয়ে অভিষেকের তরফে র্যাম্পে ‘ভূত’ হাঁটানোর পর ‘ষোলআনা সক্রিয়’ হতে দেখা গেল কমিশনকে।
SIR গাফিলতিতে ৩ BLO-কে শোকজ, অভিষেক ‘ভূত’ হাঁটাতেই সক্রিয় কমিশন!
