আজ লালকেল্লায় দাঁড়িয়ে আত্মনির্ভরতার বার্তা আরও জোরালো করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুধু সেমিকন্ডাক্টর বা অন্যান্য পণ্যই নয়, ভারতীয় যুদ্ধবিমানের জন্য ইঞ্জিনের ক্ষেত্রেও সেই একই বার্তা দিলেন নরেন্দ্র মোদী। ভারতে তৈরি হওয়া যুদ্ধবিমানগুলি বিদেশি ইঞ্জিনের অপেক্ষয় সময়মতো ডেলিভারি করা যাচ্ছে না। এই আবহে আজকে মোদীর বার্তা বেশ উল্লেখযোগ্য।
আজ নরেন্দ্র মোদী বলেন, ‘ভারতের নিজস্ব ফাইটার জেটগুলিতে ভারতীয় জেট ইঞ্জিন হওয়া প্রয়োজন।’ এর আগে সম্প্রতি ডিআরডিও দেশীয়ভাবে তৈরি কাবেরী জেট ইঞ্জিনের পরীক্ষা চালিয়েছিল রাশিয়ায়। এই মেড ইন ইন্ডিয়া ইঞ্জিনটিকে দীর্ঘ পরিসরের মনুষ্যবিহীন এরিয়াল ভেহিকেল চালানোর জন্য ব্যবহার করার পরিকল্পনা করছে। তবে এবার মোদী চাইছেন যুদ্ধবিমানের ইঞ্জিনও ভারতে তৈরি হোক।