ফের প্রশাসনিক দায়িত্বে কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। শিলিগুড়িতে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের ৪৮ ঘণ্টার মধ্যেই নতুন দায়িত্ব পেলেন শোভন। তাঁকে নিউটাউন-কলকাতা উন্নয়ন পর্ষদ অর্থাৎ NKDA-র চেয়ারম্যান করা হল। শুক্রবার এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি হয়েছে। এর আগে NKDA-র চেয়ারম্যানের দায়িত্ব সামলাচ্ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব তথা মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়। এবার সেই পদ পেলেন শোভন চট্টোপাধ্যায়। প্রসঙ্গত, এই প্রথম নিউটাউন এর এনকেডিএ-র চেয়ারম্যান আলাদাভাবে নিযুক্ত করা হলো। এতদিন পর্যন্ত হিডকোর চেয়ারম্যানকেই এই দায়িত্ব সামলাতে হতো।
NKDA-র চেয়ারম্যান হলেন শোভন চট্টোপাধ্যায়