৭৬ বছরে রেকর্ড, হিমাচলে এক মাসেবৃষ্টি ৪৩১ মিলিমিটার
৭৬ বছরের রেকর্ড। ৭৬টি অগস্টের মধ্যে ২০২৫ সালের অগস্টে সবচেয়ে বেশি বৃষ্টি পেল হিমাচল প্রদেশ। সোমবার শিমলা আবহাওয়া দপ্তর জানিয়েছে, এই অগস্টে ৪৩১.৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে, ১৯৪৯ সালের পর থেকে যা সবচেয়ে বেশি।