পুরুলিয়ার মেয়ের ভেনিস জয়!অনুপর্ণার সাফল্যে উচ্ছ্বসিত মমতা
গত ৭ সেপ্টেম্বর ভেনিস চলচ্চিত্র উৎসবে সেরা পরিচালকের পুরস্কার পান চলচ্চিত্র নির্মাতা অনুপর্ণা রায়। ‘দ্যা সংস অফ ফরগেটেন ট্রিজ’ সিনেমায় পরিচালনা করে এই পুরস্কারে পুরস্কৃত হন তিনি। বিশ্বের দরবারে বাংলার এই জয়ের পর অনুপর্ণাকে শুভেচ্ছাবার্তা জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনুপর্ণাকে শুভেচ্ছা জানিয়ে সোমবার X হ্যান্ডেলে শুভেচ্ছা বার্তা জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, ‘আমাদের পুরুলিয়ার মেয়ে…