বঙ্গে এসআইআর প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। ২৮ অক্টোবর থেকে চলছে বিএলও-দের প্রশিক্ষণ পর্ব। চলবে ৪ নভেম্বর পর্যন্ত। এই পরিস্থিতিতে ব্লক লেভেল এজেন্ট বা বিএলএ-দের নিয়ে জরুরিভিত্তিতে প্রস্তুতি বৈঠকে বসতে চলেছে তৃণমূল। সূত্রের খবর, বৃহস্পতিবার দুপুর থেকেই দফায় দফায় প্রশিক্ষণ শুরু করতে চলেছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে আসল বৈঠক হওয়ার কথা শুক্রবার বিকেলে। সূত্রের খবর, ওইদিন বিকেল সাড়ে ৪টে নাগাদ ভারচুয়াল বৈঠক করবেন অভিষেক। তাতে মন্ত্রী, সাংসদ, বিধায়ক থেকে ব্লক স্তরের নেতা-কর্মীদের এসআইআর নিয়ে বোঝাবেন তিনি নিজে।
SIR প্রস্তুতি, বিএলএ-সহ দলের সর্বস্তরে নেতা-কর্মীদের জরুরি বৈঠকে ডাকলেন অভিষেক
