বুধবার সকাল। ব্যস্ত শহর কলকাতা নিজের গতি ধরতে শুরু করেছে। অফিসযাত্রীদের ভিড় বাড়ছে একের পর এক মেট্রো স্টেশনে। ঠিক তখনই হঠাৎ মুখ থুবড়ে পড়ল হাওড়া ময়দান–সেক্টর ফাইভের মধ্যে চলা ইস্ট-ওয়েস্ট মেট্রো (Howrah-Sector 5 route)। যান্ত্রিক ত্রুটির জেরে রেল পরিষেবা সাময়িকভাবে স্তব্ধ (Metro disruption on Green Line)। থমকে গেল আপ ও ডাউন লাইনের ট্রেন চলাচল।
মেট্রো বিভ্রাট এবার গ্রিন লাইনে! ব্যস্ত সকালে হাওড়া-সেক্টর ফাইভ রুটে থমকে পরিষেবা
esugzkyqhstxhlqkkrhvhgifjdvlnq